একযোগে ২৫৩ বিচারককে বদলি

একযোগে ২৫৩ বিচারককে বদলি

একযোগে দেশের বিভিন্ন আদালতের ২৫৩ জন বিচারককে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বদলি করা হয়।

এদিন সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়। এর মধ্যে এক প্রজ্ঞাপনেই ১৬২ জন বিচারককে বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ। অতিরিক্ত জেলা জজ রয়েছেন ৩৮ জন। এছাড়া জেলা ও দায়রা জজ ৩০ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন রয়েছেন।

প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।