ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ ‘আশা এবং আমার সংগ্রাম—Espoir et mon Combat’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।
অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রিপাবলিক চত্বরসংলগ্ন ঐতিহাসিক ‘বুজ দ্য থ্যাবাই’ হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮–এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক সংগঠন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, ফেদেরল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (অফি)-এর অডিট অফিসার লিন্ডা মেরী সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম ‘আলথেখস মিডিয়া’র প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে এবং গ্রন্থের লেখক ও সাফ’র প্রেসিডেন্ট খিয়াং নয়ন।
অতিথিরা তাঁদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক অঙ্গীকার ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, এই প্রকাশনা কেবল একটি বই নয়, এটি আশার, সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক। বইটি ফরাসি ও বাংলা সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফ’র প্রশাসনিক সম্পাদক তাওহিদা আনজুম নাফিসা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ক্রীড়া সম্পাদক শাহীন আহমেদ।
নিজের বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন, “আশা এবং আমার সংগ্রাম—Espoir et mon Combat কেবল একটি নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা, রাজনৈতিক চেতনা ও মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল।”
অনুষ্ঠানে ফরাসি মঞ্চ অভিনেতা সোয়েব মোজাম্মেল বাংলা ভাষায় লেখকের জীবনী পাঠ করেন এবং ফরাসি ভাষায় পরিচিতি উপস্থাপন করেন পল এলওয়া বিশ্ববিদ্যালয়ের নবীন স্নাতক কৌশিক ওয়াসিফ। শুভেচ্ছা বক্তব্য দেন বেরনজে সেরনোর সহকারী ইশাম, ছড়াকার লোকমান আহম্মদ আপন, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ ও মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। লেখকের গ্রন্থ থেকে পাঠ করেন সাংবাদিক আবু বকর আল আমিন, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম।
বাংলাদেশ ও ফ্রান্স—দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন হয়ে ওঠে কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এক অনন্য মিলনমেলা। আলোচনার পর অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাফ’র কমিউনিকেশন সম্পাদক তাওহিদ আহমেদ এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্টানের সমাপ্তি ঘটে।