সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে
সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রধান উপদেষ্টাকে টেলিফোনে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বৃহস্পতিবার (৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দুপক্ষই দ্রুত নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে টালবাহানার কিছু নেই, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। গত ত্রিশ বছরে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া মেলেনি।
তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালুর বিষয়টি খসড়া পর্যায়ে রয়েছে।
মো. তৌহিদ হোসেন বলেন, মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির বিষয়ে তথ্য জানতে চেয়েছে ঢাকা, ফিরতি উত্তরের অপেক্ষায়।