নুরের ওপর হামলা, ফ্রান্সে প্রবাসীদের প্রতিবাদ সভা

নুরের ওপর হামলা, ফ্রান্সে প্রবাসীদের প্রতিবাদ সভা

গণঅধিকার পরিষদের সভাপতি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর সেনাবাহিনী-পুলিশের হামলার ঘটনায় ফ্রান্সে প্রতিবাদ সভা হয়েছে। 

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্যারিসের একটি হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ-ফ্রান্স শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এ সময় তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হায়দার হোসেন, ফ্রান্স শাখার সভাপতি মো. শাহিন আহমদ (মড়ল), কবি ও গবেষক আবু জুবায়ের, এনসিপি ফ্রান্স শাখার সদস্যসচিব শাহপরান আহমদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, তাওহীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল গনি, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফখরুজ্জামান, সেলিম উদ্দিন ও কামাল হোসেন।

বক্তারা নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

বক্তারা হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণের দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।