ফাঁকা ঢাকার নিরাপত্তায় বেড়েছে গোয়েন্দা নজরদারি

ফাঁকা ঢাকার নিরাপত্তায় বেড়েছে গোয়েন্দা নজরদারি

রাত পোহালেই ঈদুল আজহা। ঈদ ঘিরে বাড়ি ফিরছেন মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা। আর এ ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মাঠপর্যায়ে তৎপর র্যাব-পুলিশ।

এরই মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ ঈদগাহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সক্রিয় হয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রতিটি ঈদগাহে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ফাঁকা ঢাকায় রাস্তা-ঘাট ও বাসা-বাড়িতে যেন চুরি-ছিনতাই না হয়, সেজন্য এলাকাভিত্তিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় স্যুইপিং করা, আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে চেক করাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় পুলিশের মোবাইল পেট্রোল বাড়ানোসহ বিভিন্ন ব্যাংক এবং এটিএম বুথের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ চেকপোস্ট, তল্লাশি ও গাড়ি চেকিং কার্যক্রম জোরদার করেছে।

'রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের আগে ও পরে এবং ঈদের ছুটিতে ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক ডিএমপি।'